[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

শিবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৩, ১৮:৩২

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় ইউসুফ আলী নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের এনামুল হকের ছেলে। ইউসুফ নিজেও পেশায় ট্রাকচালক ছিলেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজদি মহাসড়কের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল সংলগ্ন ওজন স্কেলের কাছে একটি খালি ট্রাক মোটরসাইকেলে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক ইউসুফ ঘটনাস্থলেই মারা যান।

শিবগঞ্জ থানা পুলিশের ওসি চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকচালক ইউসুফ আলীকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর