[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

মায়ের সঙ্গে বিষপানে ৩ সন্তানের মৃত্যু

সুনামগঞ্জ 

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বার ২০২৩, ২০:২৮

ফাইল ছবি

সুনামগঞ্জের জামালগঞ্জে স্বামীর ওপর অভিমান করে দুই ছেলে, এক মেয়েসহ যমুনা খাতুন নামের এক নারী বিষপান করেছেন। বিষক্রিয়ায় তার তিন সন্তান মারা গেছে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল, পরে সিলেট হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিষপানে মারা যাওয়া তিন সন্তানের নাম সাকিবা বেগম (১৫), তামবির হোসেন (১৩) ও সাহেদ মিয়া (৫)।

যমুনা খাতুন ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। স্বামীর সাথে অভিমান করে তিনি সন্তানদের নিয়ে বিষপান করেন। রবিবার সকাল ১০টায় ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস। তিনি বলেন, মা বেঁচে আছেন এখনো। কিন্তু তিন সন্তান মারা গেছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর