[email protected] বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

মাছের পিকআপ থামাতে গিয়ে প্রাণ গেল ট্রাফিক পুলিশ কর্মকর্তার

গাজীপুর

প্রকাশিত:
২১ সেপ্টেম্বার ২০২৩, ১২:৪৮

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে পিকআপ ভ্যানচাপায় জেলা ট্রাফিক পুলিশের টিএসআই জামাল উদ্দিন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত টিএসআই জামাল উদ্দিন (৫৬) টাঙ্গাইলের সদর উপজেলার গালা গ্রামের জুরান আলীর ছেলে। তিনি জেলা টাফিক পুলিশের উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় জামাল অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এর কার্যালয়ের সামনে উত্তরবঙ্গগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করছিলেন। এ সময় পেছন থেকে আসা আরও একটি মাছের পিকআপ থামানোর চেষ্টা করলে পিকআপটি নিয়ন্ত্রণ করতে না পেরে ওই পুলিশ কর্মকর্তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) নাসির উদ্দিন জানান, নিহত টিএসআই জামাল উদ্দিনের লাশটি এনাম মেডিকেলে রয়েছে। ঘাতক পিকআপ ও চালককে আটক করা হয়েছে। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর