[email protected] শনিবার, ১৮ই জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

জমিতে সেচ নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা!

ময়মনসিংহ

প্রকাশিত:
২০ সেপ্টেম্বার ২০২৩, ১১:১৯

ফাইল ছবি

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ফসলি জমিতে সেচ মেশিনের পানি নিয়ে বিরোধের জেরে এনামুল হক (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক এনামুল হক উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের দনারভিটা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা জমসেদ আলীর পরিবারের সঙ্গে সেচ পানি তোলা নিয়ে কথা কাটাকাটি হলে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এ সময় কৃষক এনামুল হককে গালাগালি করেন জমসেদ আলীর পরিবারের লোকজন। অসহায় কৃষক এনামুল প্রতিবাদ করলে এক পর্যায়ে জমসেদের ছেলে মিজানুর রহমানের নেতৃত্বে কৃষক এনামুল হককে ধারাল দা দিয়ে মাথায় ও শরীরে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

তাছাড়া লাঙলের ঈশ দিয়েও মারাত্মক জখম করা হয় তাকে। এ সময় স্থানীয়দের সহায়তায় কৃষক এনামুল হককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এনামুল হক।

স্থানীয়রা জানান, কৃষক এনামুল হক হত্যাকারীরা প্রভাবশালী ও স্থানীয় রাজনৈতিক নেতা। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তার পরিবার ও এলাকার লোকজন।

ফুলপুর থানা সূত্রে জানা যায়, নিহত কৃষক এনামুল হকের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

এ বিষয়ে ফুলপুর থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, কৃষক এনামুল হক হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা ও লাঙলের ঈশ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে। সূত্র: যুগান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর