[email protected] সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ১১ই ফাল্গুন ১৪৩১

রাজশাহীতে বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৯ সেপ্টেম্বার ২০২৩, ০৩:৩৭

প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে।  সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার বিড়ালদহে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন রাজশাহীর পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম। তিনি বলেন, এখনও নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারী বুদ্ধিপ্রতিবন্ধী। মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।  

ওসি বলেন, নিহত ওই নারীর নাম-পরিচয় শনাক্তে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। নিহতের মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শেষ পর্যন্ত পরিচয় না পেলে তার মরদেহ আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর