[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৯ সেপ্টেম্বার ২০২৩, ০৩:৩১

ছবি: সংগৃহীত

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে হেরোইন মামলায় সুজন আলী (২৯) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পরে কোর্ট পুলিশ তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায়।

সাজাপ্রাপ্ত সুজন আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুর গ্রামের বাসিন্দা।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, ২০২০ সালের ৩১ মে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিঅ্যান্ডবি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর