infomorningtimes@gmail.com মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ১লা পৌষ ১৪৩২

মাদ্রাসার স্টোররুম থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বার ২০২৩, ২৩:৫৫

ফাইল ছবি

বগুড়ায় শেফা আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে সদরের গোদারপাড়া তালীমুল কুরআন মহিলা মাদ্রাসার স্টোররুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত শেফা আক্তার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোথাটি এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে।

বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চার বছর ধরে শেফা এই মাদ্রাসায় পড়াশোনা করছিল। সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফইম উদ্দিন আরও বলেন, প্রাথমিকভাবে শেফার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যা‌বে।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর