[email protected] শনিবার, ১৮ই জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

অটোরিকশায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

মৌলভীবাজার

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বার ২০২৩, ১৭:২৮

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লহরাজপুরের লিয়াকত সরকার (৬৫) ও মোবারকপুরের মহরম মিয়া (৬০)। এর মধ্যে, মহরম মিয়া অটোরিকশা চালক ও লিয়াকত মিয়া পথচারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিরবাজার থেকে টিলাগাঁওয়ের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথিমধ্যে টিলাগাঁওয়ের দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানা পুলিশের এসআই পরিমল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর