[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত

কক্সবাজার

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৩, ২৩:২১

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে জামাল ওরফে মুফতি জামাল (৫৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর ই-১২ ব্লক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জামাল ওরফে মুফতি জামাল বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর বি-১১ ব্লকের নজির আহমেদের ছেলে।

৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর বলেন, ‘ওই ক্যাম্পের বাসিন্দা জামাল সকালে বাজারে গেলে দুষ্কৃতিকারীরা তার উপর অতর্কিত হামলা করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে তাকে পুলিশের সহায়তায় ক্যাম্প-১২ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক আছে।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসীরা ছুরিকাঘাতে জামালকে হত্যা করে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর