infomorningtimes@gmail.com রবিবার, ২৫শে জানুয়ারী ২০২৬, ১২ই মাঘ ১৪৩২

সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ গেল বাবাসহ ২ ছেলের

কক্সবাজার

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৩, ১৯:৫২

ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে বাবা ও তার দুই ছেলের মৃত্যু হয়েছে।

বুধবার (০৯ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের বহাদ্দারকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই এলাকার আনোয়ার হোসেন (৭০), ছেলে শাহাদাত হোসেন (৪৫) ও শহীদুল ইসলাম (২২)।

জানা যায়, রাতে বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ট্যাংকের ভেতরে নেমে পড়েন বড় ভাই শাহাদাত হোসেন। একপর্যায়ে বড় ভাইয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে ছোট ভাইও নামেন। তারা দুজনে অজ্ঞান হয়ে পড়লে তাদের বাবা আনোয়ার হোসেন নিচে নামতেই তিনিও অজ্ঞান হয়ে পড়েন।

পরে বাইরে থাকা পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। তাদের বাবা আনোয়ার হোসেনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চিকিৎসাধীন তাদের বাবাও মারা যান।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুম মুনির জানান, সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের বাবাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার বাবার মুত্যু হয়।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, তাদের মৃত্যুর ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: যুগান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর