infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২

ছেলের সাথে শত্রুতা, মায়ের হাত কাটলেন ছাত্রলীগ নেতা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বার ২০২৩, ০৩:৫৮

ছবি: সংগৃহীত

ছেলের সাথে পূর্ব শত্রুতার জেরে মা আসমা বেগমকে মারধর করে হাতের আঙুল কেটে ফেলার অভিযোগ উঠেছে পুঠিয়া পৌর এলাকার স্বরণ রহমান ও তার বাবা সেলিম ইবনে টিপুর বিরুদ্ধে। তাদের দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে পুঠিয়া পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীর আলম নামের এক স্থানীয় ব্যক্তি বাদী হয়ে তিন জনের নামে মামলা করেছেন। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করলেও বাকি একজন পলাতক রয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন- পুঠিয়া পৌর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক স্বরণ রহমান ও তার বাবা সেলিম ইবনে টিপু।

বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন। তিনি বলেন, গতকাল সন্ধ্যার সময় রাস্তা দিয়ে মা ও ছেলে বাসায় যাচ্ছিলেন। পথে স্বরণের সাথে দেখা হলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে স্বরনের হাতে থাকা হাসুয়া দিয়ে আঘাত করার চেষ্টা করলে মা বাঁধা দিতে যায়। এসময় তার হাতে কোপ লেগে যায়। এতে ঐ মহিলা গুরতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

আসমা বেগমের ছেলে মেহেদী হাসান বলেন, আমাদের ওপর হামলা হয়েছে। আমার মা খুবই অসুস্থ। ডাক্তার বলেছে তার হাতের অপারেশন করাতে হবে। আজকে বাড়িতে এসেছি। দুপুরের পরে ছুটি দিয়েছে। ঢাকায় গিয়ে মায়ের চিকিৎসা করাব। আমার সঙ্গে পূর্ব শত্রুতার কারণে আমার মায়ের ওপর হামলা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

ওসি ফারুক হোসেন বলেন, ঘটনার পর জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি বাদী হয়ে তিনজনের নামে মামলা করেছেন। অভিযুক্ত স্বরণ ও তার বাবাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আরো একজন আসামী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর