infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২

নিয়োগের অনিয়ম খুঁজতে রামেবিতে দুদকের হানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বার ২০২৩, ০৩:৫০

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) বিভিন্ন সময় দেওয়া নিয়োগের অনিয়ম খুঁজতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রামেবির অস্থায়ী কার্যালয়ে অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন।

তিনি বলেন, রামেবিতে বিভিন্ন সময় দেওয়া নিয়োগের অনিয়ম খুঁজতে মাঠে নেমেছেন তারা। বিশ্ববিদ্যালয়টির শীর্ষ পদগুলোতে প্রেষণে বার বার একই কর্মকর্তাদের নিয়োগ, কর্মকর্তাদের আত্মীয়-স্বজনদের চাকরি দেওয়া এবং নিয়োগ পেয়ে দিনের পর দিন অফিস ফাঁকি দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আমির হোসাইন বলেন, নিয়োগ সংক্রান্ত বেশকিছু অভিযোগ এসেছে। পরে দুদক কর্মকর্তারা রামেবির রেজিস্ট্রার আনোয়ারুল কাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার দফতর থেকে বিভিন্ন নথিপত্র নিয়ে যাওয়া হয়। এসব পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর