[email protected] শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৮শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে দেড় হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বার ২০২৩, ০৩:৩২

ইয়াবাসহ গ্রেপ্তার বেল্লাল পাঠান।

রাজশাহীর চারঘাটে ১ হাজার ৪১০ পিস ইয়াবাসহ বেল্লাল পাঠান (৪২) নামের এক মাদক ব্যবসায়ি গ্রেপ্তার হয়েছেন। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের তাতারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার বেল্লাল পাঠান উপজেলার কানুজগাড়ী এলাকার আবু তাহেরের ছেলে। তার বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিকেলে তাতারপুর আক্কাসের মোড় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন মাদক ব্যবসায়ি বেল্লাল পাঠান। গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালান র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা।

ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন বেল্লাল। কিন্তু র‌্যাব সদস্যরা তাকে পাকড়াও করেন। পরে তার কাছে থাকা বৈদ্যুতিক বাল্বের প্যাকেটে ১ হাজার ৪১০ পিস ইয়াবাস পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন অভিযুক্ত। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে র‌্যাব।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর