[email protected] শনিবার, ১৮ই জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

পিকআপ-সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গলে ৩ জনের

হবিগঞ্জ

প্রকাশিত:
৮ সেপ্টেম্বার ২০২৩, ১৮:০১

সংগৃহীত ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে পিকআপ, অটোভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে চুনারুঘাট উপজেলার চুনারুঘাট সদর ইউনিয়নের চানভাঙ্গা তেমুনিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিশিড়ি গ্রামের নাজমা আক্তার (৪০), একই ইউনিয়নের লাদিয়া গ্রামের রুমেন মিয়া (৫৫)। এছাড়া হাসপাতালে নেয়ার পথে মারা যান রাজাপুর এলাকার করিম মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৫)।

স্থানীয়রা জানায়, চুনারুঘাটগামী একটি সিএনজি অটোরিকশা চাঁনভাঙ্গা এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে সিএনজিচালক রুমেল মিয়াকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুনারুঘাট থানা পুলিশের ওসি রাশেদুল হক জানান, নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। এ ঘটনায় পুলিশ পিকআপ, সিএনজি অটোরিকশা ও অটোভ্যান জব্দ করেছে। তবে ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেছেন। সূত্র: যুগান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর