[email protected] শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

রাজশাহীতে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৭ সেপ্টেম্বার ২০২৩, ০০:৪৮

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসান আলী (২৮) নামের আরও এক রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসান আলী রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বগুড়াপাড়ার হাসেম সওদাগরের ছেলে। হাসান পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন।


এদিন বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর হাসানকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বুধবার সকালে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ডেঙ্গু ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।

এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ১ হাজার ১০৯ জন। এদের মধ্যে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৯৪ জন। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৯৯ জন। বর্তমানে ১০৫ জন রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর