[email protected] শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

কল্যাণপুরে খালি ফ্ল্যাটে মিলল ১৬ ককটেল

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৪, ২১:৪০

ছবি : সংগৃহীত

রাজধানীর কল্যাণপুরের মিজান টাওয়ারের একটি খালি ফ্ল্যাট থেকে ১৬টি তাজা ককটেল জব্দ করেছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে ককটেলগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কল্যাণপুরের মিজান টাওয়ারের পঞ্চম তলায় একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেই ফ্ল্যাট থেকে কালো পলিথিনে মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তু দেখা যায়। পরে মিরপুর থানা পুলিশ সিটিটিসির বোমা ডিস্পোজাল ইউনিটকে কল দেয়। সিটিটিসি এসে ১৬টি ককটেল উদ্ধার করে। ককটেলগুলো মিরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ফাঁকা মাঠে নিয়ে নিস্ক্রিয় করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে গিয়ে ফ্ল্যাটটি খালি পাওয়া যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। ওই ফ্ল্যাটে কারা থাকত, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর