[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বায়তুল মোকাররম মসজিদ ঘিরে নিরাপত্তা জোরদার

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৪, ১৬:৪২

ছবি : সংগৃহীত

জুমার নামাজের পর যাতে কোন রকমের অপ্রিতিকর ঘটনা না ঘটে সেজন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মসজিদের প্রবেশ পথে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যাক পুলিশ।

পুরো এলাকা কঠোর নজরদারিতে আছে আইনশৃঙ্খলা বাহিনীর। পুলিশের পাশাপাশি বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মোতায়েন করা হয়েছে ডিবি, র‌্যাব ও বিজিবি সদস্য। ডিএমপির কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই বায়তুল মোকাররম কেন্দ্রিক সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) বায়তুল মোকাররমের উত্তর গেটের প্রবেশ মুখের পশ্চিম পাশে দুই গাড়ি বিজিবি সদস্যকে সশস্ত্র অবস্থায় মোতায়েন দেখা গেছে। এছাড়া, দক্ষিণ গেটে টহল ও সতর্ক অবস্থায় দেখা গেছে র‌্যাব-৩ এর সদস্যদের।

কোটা বিরোধী আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছে তাদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর