[email protected] শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

ভারী বৃষ্টিপাতে ডুবে গেল ঢাকা

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১২ জুলাই ২০২৪, ১৬:২০

ছবি সংগৃহীত

রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টিপাতে বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। শুক্রবার (১২ জুলাই) মধ্যরাত থেকেই ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর ভোর থেকে শুরু হয় ভারি বৃষ্টিপাত।

ভারী বৃষ্টিপাতের কারণে মোহাম্মদপুর, বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মিরপুর, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, কারওয়ান বাজার, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, মিরপুর ১০, ১১ নং সেকশন, শেওড়াপাড়া, কাজীপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দেখা দেয় ভোগান্তি।

এদিকে ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার জমে থাকা পানিতে গাড়ি বিকল হয়ে যানজট সৃষ্টি হয়। এ অবস্থায় নগরবাসীকে গন্তব্যে যাওয়ার জন্য হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শুক্রবার (১২ জুলাই) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো খুদে বার্তায় রাজধানীবাসীর প্রতি এ অনুরোধ জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, তুমুল বৃষ্টিতে রাজধানীর যেসব এলাকা তলিয়ে গেছে সেসবের মধ্যে আছে ফকিরেরপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউমার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়েদাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কুলার রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্য ভবন, কারওয়ান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড ও মিরপুর মাজার রোড।

এদিকে ভারী বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। সড়কে পানি জমে যাওয়ায় গন্তব্যে পৌঁছাতে দিগুণ ভাড়া গুনতে হচ্ছে। তারপরও রিকশা ও সিএনজি পাওয়া যাচ্ছে না। এছাড়াও আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আজ বৃষ্টি বাড়তে পারে, মেঘলা থাকতে পারে আকাশ। মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে ওঠায় এ বৃষ্টি বেড়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর