[email protected] শনিবার, ১৮ই জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলো যেন গ্রাফিতির গ্যালারী

এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৪, ১৬:৫০

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদ ভবনসহ বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন কার্যক্রম পরিচালনা করেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রংতুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম। বাংলাদেশ সবার, এখানে কোনো স্বৈরাচারের ঠাঁই নেই। ছাত্রসমাজ একতাবদ্ধ হয়েছে সকল অনিয়মের বিরুদ্ধে।
শিক্ষার্থীদের ভাষ্য, ক্যাম্পাসে কোনো প্রকার ছাত্ররাজনীতি থাকবে না। সব রাজনৈতিক ছাত্র সংগঠনের গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে ফেলা হবে।

এ বিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমরা ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। দেয়ালে লেখা দলীয় নাম এবং স্লোগান মুছে ফেলা হচ্ছে।

গ্রাফিতির স্লোগানগুলোর মধ্যে রয়েছে- কারার ঐ লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, জুলাই বিপ্লব, ফ্যাসিস্টকে তাড়িয়েছি এখন ফ্যাসিস্ট ব্যবস্থাকেও তাড়ানো হবে, ছাত্র জনতা জুলাই বিপ্লব, শহীদের রক্ত, হবে নাকো ব্যর্থ, শিক্ষক রাজনীতি নিপাত যাক, স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো, গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, পানি লাগবে পানি!, বাংলাদেশের মানচিত্র, সংগ্রাম, ঐক্য, দুর্নীতি, প্রাণপ্রকৃতি, বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মুহূর্তসহ নানা বিষয়। একইসঙ্গে ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবিও আঁকা হয়। শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে দর্শনার্থীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ।

শিক্ষার্থীরা জানান, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের। পুরোদমে দেশ সংস্কার করতে হবে বলে মনে করেন তারা। গত কয়েক দিন দেশে যে সহিংসতা হয়েছে, তা ভুলে গিয়ে এগিয়ে যেতে চান সবাই। তাই অতীত মুছে নতুন দিগন্ত লিখছেন তারা।

ফোকলোর বিভাগের অন্য এক শিক্ষার্থী দেয়ালে গ্রাফিতি অঙ্কনের ফান্ডিং নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অর্থায়নে গ্রাফিতি ও দেওয়াল লিখন কার্যক্রম চলছে। তাদের সঙ্গে যুক্ত আছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরাও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর