[email protected] শনিবার, ১৮ই জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

উপাচার্য ড. সৌমিত্রের পদত্যাগে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিষ্টি বিতরণ

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৪, ১২:৪২

ছবি : সংগৃহীত

টানা আন্দোলনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে। এর আগে ২০২১ সালের ১৫ ডিসেম্বর এ পদে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর। তাঁর পদত্যাগে করা হয়েছে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ। উল্লাসে মেতেছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, ড. সৌমিত্র শেখর এর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে বাঁধা দিয়ে পুলিশি হয়রানি ও নিয়োগ দূর্নীতিসহ নানা অভিযোগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁর পদত্যাগের দাবি জানায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলেই এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে নিজ নিজ প্লাটফর্ম থেকে আন্দোলন ও বিক্ষোভ করেন। এসব আন্দোলনের মুখে অবশেষে গতকাল ১৪ আগস্ট (বুধবার) দুপুরে পদত্যাগপত্র জমা দেন সৌমিত্র শেখর। তাঁর পদত্যাগের খবর ছড়িয়ে পরার পরই ক্যাম্পাসে বিজয় উদযাপন ও মিষ্টি বিতরণ শুরু হয়। গতকাল বুধবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রধান ফটকে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন আনন্দসূচক শ্লোগান দিতে থাকে এবং একে অন্যকে মিষ্টিমুখ করাতে থাকে৷

ভিসির পদত্যাগের এই আন্দোলনের নিয়মিত মুখ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, "আমরা কোটা সংস্কার এর আন্দোলন থেকে দেশ সংস্কারের আন্দোলন এ রূপ দিয়েছিলাম। দেশে শোষণ করা দীর্ঘদিনের স্বৈরাচার এর পতন ঘটিয়েছি। তারি ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সর্বোচ্চ বাধা প্রদান করা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী ভিসির পদত্যাগ এর জন্যে গত কয়েকদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছি। যখন আমরা শুনলাম তিনি পদত্যাগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর পক্ষ থেকে ক্যাম্পাসে মিষ্টি বিতরন করি। তবে বলে রাখা ভাল তার পদত্যাগ এ ক্যাম্পাস সংস্কার এর দরজা খুলেছে কেবল। আমরা নজরুল বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা থেকে শুরু করে দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের অপসারণ ও ক্যাম্পাসে গনতান্ত্রিক চর্চা অব্যাহত রেখে জবাবদিহিতার পরিবেশ তৈরী করতে নতুন রূপরেখা নিয়ে কাজ করতেছি। ঠিক তখনি আমাদের পূর্ণাঙ্গ বিজয় হবে যখন আমার ক্যাম্পাসের সকল স্তরে দুর্নীতি মুক্ত, নিরপেক্ষ, জবাবদিহিমূলক পরিবেশ বাস্তবায়িত হবে।"

ভিসি পদত্যাগের আন্দোলনের আরেক সম্মুখ যোদ্ধা সঙ্গীত বিভাগের শিক্ষার্থী হাসিব আল হাসান শান। তিনি বলেন, "ভিসি একটি বিশ্ববিদ্যালয়ের মাথা। তিনি পদত্যাগ করেছেন জন্যই যে আন্দোলন শেষ বিষয়টা এমন না। তবে তিনি যেহেতু পদত্যাগ করেছেন বাকিগুলোর পদত্যাগ না করিয়ে আমরা যাচ্ছি না। ততদিন আমাদের আন্দোলন চলবে। তবে বিশ্ববিদ্যালয়ের মাথা পদত্যাগ করার খুশিতে আমরা মিষ্টি বিতরণ করেছি। পুরো ক্যাম্পাস সংস্কার করেই আমরা আমাদের ক্লাসে ফিরতে চাই।"

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ ডিসেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের স্থানে ৬ষ্ঠ তম ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. সৌমিত্র শেখর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর