প্রকাশিত:
১৯ মে ২০২৪, ১৬:৫১
মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার অন্তর্ভুক্ত সকল অনুষদ, বিভাগ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, অগ্নিবীণা হল, দোলনচাঁপা হল শাখা ছাত্রলীগের কমিটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযাত্রায় স্মার্ট ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস ও নিরাপদ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সকল অনুষদ, বিভাগ ও বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বুধবার (১৫ মে ২০২৪) ও শনিবার (১৮ মে ২০২৪) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আল মাহমুদ কায়েস ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রিয়েল সরকার সাক্ষরিত দুইটি আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিভিন্ন অনুষদ ও বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি / সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ২২ মে ২০২৪, সকাল ১১টায় এবং বিভিন্ন হল শাখা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ২৭ মে ২০২৪, সকাল ১১টায় প্রয়োজনীয় সংযুক্তিসহ জীবনবৃত্তান্ত দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নিকট জমা দিতে বলা হয়েছে।
এবিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আল মাহমুদ কায়েস বলেন, "বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ঐতিহ্যের ধারা অব্যাহত রাখে এবং নিয়মতান্ত্রিক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে। ধারাবাহিক নেতৃত্বের লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। আমরা দুটি দিন নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দদের সাংগঠনিক দায়িত্ব প্রদান করেছি। পদপ্রত্যাশীরা নির্ধারিত দিনে উৎসবমুখর আবহে তাদের জীবনবৃত্তান্ত জমা দিবেন। পরবর্তীতে আমরা জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে নিয়মতান্ত্রিক উপায়ে কমিটি গঠন করবো।"
কমিটিগুলো কবে নাগাদ হতে পারে এবিষয় জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়টির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রিয়েল সরকার বলেন, "খুব দ্রুতই আমরা কমিটি গুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে এবং সুষ্ঠু ধারার রাজনীতি চর্চার মাধ্যমে বিদ্রোহী কবির স্মৃতিধন্য নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে একটি স্মার্ট ইউনিটে পরিণত করতে আমরা সবসময়ই কাজ করে যাচ্ছি এবং সেই লক্ষ্যে দ্রুতই কমিটি গুলো দিয়ে দিবো।"
উল্লেখ্য, চলতি বছরের ২৮ মার্চ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে আল মাহমুদ কায়েস ও সাধারণ সম্পাদক হিসেবে রাশেদুল ইসলাম রিয়েল সরকারকে দায়িত্ব দেয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
মন্তব্য করুন: