[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

ইউরোপে হতে যাচ্ছে ‘বেস্ট অব বাংলাদেশ’ শো

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৩, ০৩:৪৬

ইউরোপে হতে যাচ্ছে ‘বেস্ট অব বাংলাদেশ’ শো

বাংলাদেশের সাফল্য গাঁথা ও সম্ভাবনার কথা বিশ্বের কাছে তুলে ধরতে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ প্রথম বারের মতো ইউরোপের ‘বেস্ট অব বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। এটা হবে ইউরোপের প্রথম ও একমাত্র ‘মেইড ইন বাংলাদেশ’ শো। নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর আমস্টারডামের গ্যাশউডার, ওয়েস্টারগাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার (৯ আগস্ট) বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং খাতে উল্লেখযোগ্য অগ্রগতি এবং অপার সম্ভাবনা ইউরোপের সামনে প্রদর্শনই করাই ‘বেস্ট অব বাংলাদেশ’ শোর লক্ষ্য।

বাংলাদেশের পোশাক, টেক্সটাইল, কৃষি, হস্তশিল্প, এফএমজিসি, ডিজিটাল শিল্প ও প্রকাশনা খাত থেকে শীর্ষস্থানীয় ৪০টিরও বেশি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে, বাংলাদেশের পোশাক খাত থেকে ফোর এ ইয়ার্ন ডাইং লিমিটেড, আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনস লিমিটেড, অনন্ত গ্রুপ, ক্লিফটন গ্রুপ, সেন্ট্র টেক্স লিমিটেড, কিউট ড্রেস ইন্ডাস্ট্রি লিমিটেড, ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেড, ডেনিম এক্সপার্ট লিমিটেড, এক্সপেরিয়েন্স গ্রুপ, গার্মেন্টস ম্যানুফ্যাকচারার জিনলাইট বাংলাদেশ লিমিটেড, কেডিএস গ্রুপ, লায়লা গ্রুপ, মাদানি ফ্যাশন ওয়্যার লিমিটেড, নয়েজ জিন্স লিমিটেড, প্যাসিফিক জিন্স লিমিটেড, প্যাডকস জিন্স লিমিটেড, পিডিএস লিমিটেড, পিডিএস ভেঞ্চার, শীন শীন গ্রুপ, স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড এবং টিম গ্রুপ।

টেক্সটাইল থেকে প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আর্গন ডেনিমস লিমিটেড, যমুনা ডেনিমস উইভিং লিমিটেড, মাহমুদ ডেনিমস লিমিটেড, পাইওনিয়ার ডেনিম লিমিটেড এবং স্কয়ার ডেনিমস লিমিটেড।

এগ্রো থেকে রয়েছে এগ্রো শিফট টেকনোলজিস লিমিটেড, ইস্পাহানী এগ্রো লিমিটেড এবং নারিশ ফিডস লিমিটেড। দ্য মুসলিন, বেনি বুনন, এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস বিডি লিমিটেড হস্তশিল্প থেকে, এফএমজিসি থেকে প্রাণ এবং ডিজিটাল শিল্প থেকে ব্রেন স্টেশন ২৩ লিমিটেড এবং মার্চেন্ট বে লিমিটেড এবং প্রকাশনা সেক্টরের নিমফিয়া পাবলিকেশন প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, বেস্ট অব বাংলাদেশ এর মতো এমন একটি অয়োজন ইউরোপে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। সমগ্র ইউরোপ থেকে বিভিন্ন খাত থেকে প্রতিনিধিদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং বিশ্বের সবচেয়ে দ্রুত উদীয়মান অর্থনীতির একটি দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান, সম্ভাবনা ও সুযোগকে তুলে ধরছি এই আয়োজনের মাধ্যমে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নেদারল্যান্ডসের প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. জ্যান পিটার বলকেনডে, সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিজিএমইএর সাবেক সভাপতি এবং এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান এবং লডস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেসলি জনস্টন।

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর