[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

‘অস্বাস্থ্যকর’ ঢাকা আজ বায়ুদূষণ তালিকায় চতুর্থ

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২ সেপ্টেম্বার ২০২৩, ১৭:৪৪

সংগৃহীত ছবি

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী আজ শনিবার (০২ সেপ্টেম্বর) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। আজ সকাল সাড়ে ৮টায় ১৫৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে ঢাকা।

একিউআই স্কোর ১৭৩ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা। দ্বিতীয় পাকিস্তানের লাহোর, স্কোর ১৫৯। আর তৃতীয় অবস্থানে আছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, স্কোর ১৫৬।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

তালিকায় পঞ্চম সংযুক্ত আরব আমিরাতের দুবাই, স্কোর ১৩৪। ১৩২ স্কোর নিয়ে ষষ্ঠ ভারতের কলকাতা। সপ্তম স্থানে উগান্ডার কাম্পালা, স্কোর ১২৮। এর পর অষ্টম স্থানে ভিয়েতনামের হ্যানয়, স্কোর ১২৪। নবম স্থানে ভারতের আরেক শহর দিল্লি, স্কোর ১১১। আর ১০৯ স্কোর নিয়ে ব্রাজিলের সাও পাওলো আছে দশম স্থানে।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর