[email protected] সোমবার, ২০শে জানুয়ারী ২০২৫, ৭ই মাঘ ১৪৩১

শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধি

হিমাদ্রির লেনদেন তদন্তের নির্দেশ

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
২ সেপ্টেম্বার ২০২৩, ০২:০৩

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি হিমাদ্রি লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল বৃহস্পতিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, হিমাদ্রির শেয়ারদর অস্বাভাবিক গতিবিধির জন্য গত ২৭ এপ্রিল থেকে ২৯ আগস্ট পর্যন্ত সময়ের লেনদেনের ওপর এই তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে বিএসইসি। গত ৩০ আগস্ট ডিএসইকে তদন্ত করতে বিএসইসি নির্দেশ দিয়েছে। বিএসইসির সার্ভেইলেন্স বিভাগ থেকে পত্র মারফত ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল হিমাদ্রির শেয়ারদর ছিল ৩৮ টাকা ৮০ পয়সা। ২৯ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ৩ হাজার ৬৯ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। এই সময়ে কোম্পানিটির শেয়ারদর ৩ হাজার ৩০ টাকা ৪০ পয়সা বা ৭ হাজার ৮১০ শতাংশ বেড়েছে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর