infomorningtimes@gmail.com রবিবার, ১৪ই ডিসেম্বর ২০২৫, ৩০শে অগ্রহায়ণ ১৪৩২

শ্রীলঙ্কাকে ঋণ

আরও ১০ কোটি ডলার পেল বাংলাদেশ

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৩, ২২:৪৪

ফাইল ছবি

শ্রীলঙ্কাকে দেওয়া ঋণের দ্বিতীয় কিস্তিতে আরও ১০ কোটি ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ। সুদ হিসেবে পেয়েছে আরও ২৮ লাখ ডলার। শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। খবর দৈনিক ইত্তেফাক।

গত ২১ আগস্ট ঋণের প্রথম কিস্তিতে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছ থেকে ৫ কোটি ডলার ফেরত পায়। একটি দেশটিকে দেওয়া ২০ কোটি ডলারের মধ্যে আরও ৫ কোটি ডলার বাকি থাকল বাংলাদেশের।

প্রসঙ্গত, কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে চার কিস্তিতে শ্রীলঙ্কাকে এক বছর মেয়াদি ঋণ দেয় বাংলাদেশ। এই ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে।

এরপর কয়েক দফায় তিন মাস সময় বর্ধিত করা হয়। এই ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ দেড় শতাংশ সুদ পাচ্ছে বাংলাদেশ।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর