[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

হত্যা মামলায় রিজভীসহ ৭ জনের বিচার শুরু

admin

প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৩, ০৩:৩০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

আট বছর আগে পুলিশ কনস্টেবল মো. শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ দলটির সাতজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) এই মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন। এর মধ্য দিয়ে মামলাটির বিচারকাজ শুরু হলো। 
 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এই মামলায় আজ আদালতে উপস্থিত হয়েছিলেন রুহুল কবির রিজভীসহ সাত আসামি। তাঁরা নিজেদের নিরপরাধ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।
 

অপর পাঁচ আসামি হলেন- আবদুস সাত্তার, রফিক আকন্দ, শাহ আলম, আনোয়ার হোসেন ও আলফাস ওরফে আব্বাস।
 

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর রমনার মৎস্য ভবন এলাকায় একটি পুলিশ ভ্যানে পেট্রলবোমা ছোড়া হয়। এতে গুরুতর আহত হন কনস্টেবল শামীম। তাকে হাসপাতালে নেওয়া হলে সেদিনই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলা করে। 

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর