[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বঙ্গবন্ধু বিশ্বাস করেননি বাঙালিরা তাকে হত্যা করতে পারে

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৩, ০২:৫৭

আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘বঙ্গবন্ধু কখনও বিশ্বাস করেননি বাঙালিরা তাকে হত্যা করতে পারে। এখনও বিদেশে গেলে আমাদের শুনতে হয় তোমরা সেই জাতি, যারা তোমাদের জাতির পিতাকে হত্যা করেছো।’

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর প্রতিদিনের বাংলাদেশ।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সঙ্গে বঙ্গমাতার কথা মনে পড়ে। তিনি বিভিন্নভাবে বঙ্গবন্ধুকে সাহায্য করতেন। অনেক ইতিহাস বঙ্গমাতাকে নিয়ে। যা ঘণ্টার পর ঘণ্টা বললেও শেষ হবে না।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কথা বললেন আমাদের সকলের শ্রদ্ধেয় কবির চাচা। আগস্ট মাস, শোকের মাস। আমার পরিচিত একজন বললেন, রাস্তায় এতো আর্মি কেন? কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। কিছু সময় পরে শুনলাম মেজর ডালিম বলছে সেই ভয়ানক কথা।

এর কিছুক্ষণ পরে দেখলাম আমার বাসার পেছনে রক্ষীবাহিনীর সদর দপ্তরের সামনে দুইটি ট্যাংক দাঁড়িয়ে রয়েছে। তখনও আসল ঘটনা বুঝতে পারিনি। যখন এই নৃশংস ঘটনা শুনলাম তখন মনে হলো আমরা মুক্তিযোদ্ধারা কি বেঁচে আছি?’

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার সঙ্গে কারা জড়িত সেটা আমাদের ভালো করে জানতে হবে। বঙ্গবন্ধু হত্যায় কুশীলবদের চিহ্নিত করতে হবে। কারা এই ঘটনার নেপথ্যে থেকে সহযোগিতা করেছেন, কারা এর উপকারভোগী সেটা আমাদের জানতে হবে। বঙ্গবন্ধুর হত্যার আগে ছোট ছোট অনেক ইঙ্গিত পেয়েছি। কিন্তু তখন আমরা বুঝিনি। সবগুলো যদি যোগ করি তাহলে ভয়ানক একটা সর্বনাশ আসছিল, সেটা আমরা বুঝতে পারিনি।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কোনোদিন বিশ্বাস করতেন না যে বাঙালিরা তাকে হত্যা করতে পারে। তাই হয়েছিল। তাও দেখতে হয়েছিল। বিদেশে গেলেও আমাদের শুনতে হয় যে, তোমরা সেই জাতি, তোমরা তোমাদের জাতির পিতাকে হত্যা করেছ। এই সব কিছুতে একটু হলেও প্রশান্তি এসেছিল বঙ্গবন্ধু কন্যা যেদিন ফিরেছিলেন। তার ফিরে আসায় আমরা ঘুরে দাঁড়ানোর আশা করেছিলাম। সেটাই হয়েছে। আমরা হৃদয়ে ধারণ করতাম বঙ্গবন্ধু হত্যার বিচার হবে। আমরা সেটা দেখে যেতে পেরেছি। আংশিকভাবে হয়েছে। এখনও যারা পলাতক আছে তাদের চিহ্নিত করেছি। আশা করি, ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব।’

মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর দুই মেয়ে বেঁচে ছিলেন বলেই আমরা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে পারি। প্রধানমন্ত্রী দেশের প্রত্যন্ত অঞ্চলে গেলে মানুষ তাকে দেখতে আসেন। বলেন শেখের বেটি এসেছেন।’

২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিল অভিযোগ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে ২১ বার হত্যার চেষ্টা করেছে। আমরা যা দেখেছি ২১ আগস্টের হামলায় বোমার পর বোমা ফুটিয়েও তারা যা চেয়েছিল তা পারেনি।

সেজন্য বঙ্গবন্ধু কন্যা অন্ধকার বাংলাদেশকে আলোকিত করেছে। আমাদের নেতাকর্মীরা মানবঢাল করে সেটি ঠেকিয়ে দিয়েছেন। তারপরও মনে হয় আমাদের কপালের কালো দাগ মুছতে পারিনি। বঙ্গোপসাগরের সব পানি দিয়ে যদি বাংলাদেশকে ধৌত করি তারপরও কলঙ্ক মুছবে না।’

 

বাংলা গেজেট/এফএস

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর