[email protected] শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

ভোট রাতে হয়েছে এ কথা কেউ বিশ্বাস করে না

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৩, ০০:১৩

এম এ মান্নান। ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। সেই অভাবগ্রস্ত দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলেছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ কারো গোলাম নয়, একটি গোষ্ঠী বাইরের লোকজন এনে এ দেশের জনগণকে গোলাম বানাতে চায়।

আজ বুধবার (৩০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আদর্শ কলেজ মিলনায়তনে এলাকাবাসীর দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর কালেরকণ্ঠ।

মন্ত্রী বলেন, এ দেশের মানুষকে গোলামীর শৃঙ্খল পরাতে একটি গোষ্ঠী বাইরের লোকজন ঢাকায় এনে এসি রুমে বসে চা আর স্যান্ডইউচ খেয়ে বলে- এ দেশে আইন নেই, গণতন্ত্র নেই। রাতের আঁধারে ভোট হয়। এমন সব আজগুবি গল্প মানুষ বিশ্বাস করে না। নির্বাচনে আসুন, নির্বাচন করতে হবে।

আমরা নির্বাচন করব। নির্বাচন না করলে দেশের সংবিধান, আইন থাকবে না। মিথ্যাচার করে দেশের ১৮ কোটি মানুষকে বোকা বানানো যাবে না।

পরিকল্পনামন্ত্রী আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। জনগণের ভোটে যারা বিজয়ী হবে তারাই সরকার পরিচালনা করবে।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, বর্তমানে প্রধান সমস্যা অভাব। এখনো তিন বেলা মানুষ পেট ভরে খেতে পারে না।

এসব অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি, যোগাযোগ ব্যবস্থা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে। এ সরকারের ধাবাবারিক উন্নয়নের জন্য আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য তিনি আহ্বান জানান।

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সৈয়দ সাইদুল হকের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান, সুনামগঞ্জের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজ।

স্বাগত বক্তব্য দেন সৈয়দ আদর্শ কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান। পরে মন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে মন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সাড়ে আট কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর আদর্শ কলেজের নবনির্মিত আইসিটি ও একাডেমিক ভবন উদ্বোধন করেন।

এ ছাড়া তিনি এলজিইডি বাস্তবায়নে ৮৯ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে আউদত পূর্ব বুধরাইল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, ১ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৭০০ টাকা ব্যয়ে পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, ৮৮ লাখ ৬৬ হাজার ৬৫ টাকা ব্যয়ে চকতিলক-দাওরাই সড়কের আধা কিলোমিটার অংশে আরসিসির কাজ ও ভবের বাজার-সৈয়দপুর-গোয়ালাবাজার সড়কের কাঁঠালখাইড় অংশে ৯ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৪৮১ টাকা ব্যয়ে পুনর্বাসন কাজের উদ্বোধন করেন।

 

বাংলা গেজেট/এফএস

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর