infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২

রাজশাহী বোর্ডে পুনঃনিরীক্ষণে পাস করেছে ৫৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৩, ০৩:৫৯

ফাইল ছবি

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে পাস করেছে ৫৮ শিক্ষা শিক্ষার্থী। সোমবার (২৮ আগস্ট) দুপুরে বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। এতে ৩৫৯ জন শিক্ষার্থীর ৩৬৩টি বিষয়ে ফল পরিবর্তন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন- রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম।

তিনি বলেন, ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর বিভিন্ন স্কুলের ২৩ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী তাদের ৫৫ হাজার ৯৬২টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে। সোমবার যাচাই-বাছাই শেষে সংশোধিত ফল প্রকাশিত হয়। এতে পুনঃনিরীক্ষণে ৩৫৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৫৮ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন। এদের মধ্যে এক শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে। মূলত নম্বর যোগ করতে ভুল হওয়ায় এসব ফল পরিবর্তন এসেছে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর