infomorningtimes@gmail.com রবিবার, ১৪ই ডিসেম্বর ২০২৫, ৩০শে অগ্রহায়ণ ১৪৩২

বাউফলে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৫, ২২:১২

ছবি: ইয়াবা সেবন করছেন যুবদল নেতা পলাশ

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান পলাশের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ শুক্রবার (৪এপ্রিল) ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পরে। এরপর মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, যুবদল নেতা মশিউর রহমান পলাশ একটি রুমের মধ্যে সাদা গেঞ্জি গায়ে চোখে চশমা পরে খাটের উপর বসে আছেন। তার বাম হাতে ফয়েল পেপার, ডান হাতে গ্যাসলাইট আর মুখে ঠোঁট দিয়ে চেপে একটি চিকন পাইপের মতো ধরে রেখেছেন।

তিনি ওই ফয়েল পেপারের নিচে গ্যাসলাইটের আগুন দিয়ে তাপ দিচ্ছেন আর ঠোঁটে ধরে রাখা পাইপ দিয়ে ধোঁয়া টেনে নিচ্ছেন। ভিডিওতে তাকে মুখের ভিতর একটি কয়েন (পয়সা) ঢোকাতেও দেখা গেছে। প্রায় তিন মিনিটের এই ভিডিওটি কোনো গোপন ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে যুবদল নেতা মশিউর রহমান পলাশ বলেন, 'এই ভিডিও আমার না। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য কেউ পরিকল্পিতভাবে এটা করেছে।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর