[email protected] বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১
ব্রেকিং:
  • <চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০ জন>

ইফতারের পর কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৫, ০২:০৯

সংগ্রহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


বুধবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের হাতিলোটা ছরারকূল এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী মো. নাছির উদ্দিন বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামে নিজ বাড়িতে ইফতার শেষে নিজের ফার্মের দিকে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে অবস্থান নেওয়া দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ভুক্তভোগীর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর