প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৪, ১৯:৫১
রিকশার কারণে রাজধানীতে প্রতিনিয়ত বেড়েই চলছে জ্যামজট। এর মধ্যেই আবার দেখা যাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশার উপদ্রব। এই রিকশা চললে প্যাডেল চালিত রিকশা চালক বাড়া পান না। এ কারণে এগুলো সড়ঁকে চলতে না দেওয়ার দাবিতে আন্দোলন করে প্যাডেল চালিত রিকশা চালকরা ।
সোমাবার ২৬আগষ্ট সকালে রাজধানীর শাহবাগে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে আন্দোলন করে প্যাডেল চালিত রিকশা চালকরা।
তাদের আন্দোলনের প্রতিবাদে সড়কে পাল্টা আন্দোলন করতে দেখা যায় ব্যাটারি চালিত রিকশাওয়ালাদের।
রাজধানীর অনেক জায়গায় দেখা যায় , প্যাডেল চালিত রিকশাওয়ালাগন ব্যাটারি চালিত রিকশাওয়ালাদের ধরে ব্যাটারি সহ অনন্যান যন্ত্রপাতি খুলে রিকশা উল্টিয়ে ফেলে দেওয়া হচ্চে।
মন্তব্য করুন: