[email protected] সোমবার, ২০শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

রামেবি উপাচার্যের পিএস বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৩, ০০:৪১

ইসমাঈল হোসেন। ফাইল ছবি

সার্টিফিকেট জালিয়াতি করে চাকরি করার অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ভিসির পিএস ইসমাঈল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে রামেবি সিন্ডিকেট।

রোববার এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। রামেবির সিন্ডিকেটের ১৩তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামেবির রেজিস্ট্রার ডা. আনোয়ারুল কাদের। 

এর আগে রামেবির ভিসি সিন্ডিকেট কমিটির অনুমোদন ছাড়াই ইসমাঈল হোসেনের জাল সার্টিফিকেটের বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করেন। ওই কমিটি ইসমাঈলের পক্ষে প্রতিবেদন দাখিল করে। চাকরি গ্রহণের সময় ইসমাঈল হোসেন প্রথমে স্টামফোর্ড ইউনিভার্সিটির সার্টিফিকেট দেন। তার সেই সার্টিফিকেট জালিয়াতির বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। 

এদিকে রামেবির রেজিস্ট্রার অধ্যাপক ডা. আনোয়ারুল কাদের সাময়িক বরখাস্তের বিষয়ে জানান, রামেবির সিন্ডিকেটের ১৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক ইসমাঈল হোসেনের নিয়োগের বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে ।

তদন্তের স্বার্থে যতদিন পর্যন্ত তদন্ত কার্যক্রম চলবে ততদিন তিনি চাকরি থেকে সাময়িক বরখাস্ত থাকবেন। রোববার তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুসারে খোরপোষ ভাতা পাবেন।

এদিকে এ ঘটনায় রামেবির সিন্ডিকেট কমিটির তিন সদস্যের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তিন সদস্য হলেন- বিশ্ববিদ্যলয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব মল্লিকা খাতুন এবং রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ ডা. মো. নওশাদ আলী। সিন্ডিকেট সভায় আগামী এক মাসের মধ্যে তদন্ত কমিটিকে সুপারিশসহ প্রতিবেদন জমা প্রদানের জন্য বলা হয়েছে।  

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর