infomorningtimes@gmail.com রবিবার, ২৩শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২

ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান মেজর হাফিজের

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৪, ১৭:৪৬

ছবি : সংগৃহীত

শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত চলাচ্ছেন দাবি করে ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, আয়না ঘরের নামে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে তারা এখনো বহাল তবিয়তে আছে। দ্রুত আয়না ঘরের শ্রষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

রবিবার(২৫ আগস্ট) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকারকে মদদ দিয়েছিল যে উপদেষ্টা পরিষদ ও প্রশাসনে আছে তাদের সরিয়ে দেবার দাবি জানান মেজর হাফিজ।

শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বলেও মন্তব্য করেন মেজর হাফিজ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর