প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৪, ২৩:২০
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে রান পাহাড় তৈরি করেছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের থেকে ৪২১ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা। তাদের হাতে রয়েছে দশ উইকেট। পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২ ওভার খেলতে পেরেছে বাংলাদেশ।
তবে শাহিন-নাসিমদের বিপক্ষে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে উইকেট শূন্য থেকে ২৭ রানে দ্বিতীয় দিন শেষ করেছে সাদমান ইসলাম ও জাকির হাসান। ৩০ বলে ১২ রান করে সাদমান এবং জাকির ৪২ বলে ১১ রান করে অপরাজিত রয়েছেন জাকির। এখান থেকেই তৃতীয় দিনের খেলা শুরু করবে তারা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দ্বিতীয় দিনের নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই মাঠে নামে দুই দল। এদিন শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন রিজওয়ান। তাই ফিফটির তুলতে বেশি সময় নেননি এই ডান হাতি ব্যাটার।
দুজনের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৯৮ রান তুলেছে পাকিস্তান। সেই সঙ্গে ওয়ানডে মেজাজে ব্যাট করে ৬৪ বলে ফিফটি এবং ১৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। তাকে যোগ্য সঙ্গ দেন সাউদ শাকিল। দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯৭ বলে সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটারও। দুজনেরই টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি।
দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে ছুটতে থাকে পাকিস্তান। তবে বেশিক্ষণ পিচে টিকতে পারেননি শাকিল। ২৬১ বলে ১৪১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। মিরাজের বলে স্ট্যাম্পিং হন এই বাঁহাতি ব্যাটার। এরপর রিজওয়ানকে সঙ্গ দেন আঘা সালমান। ২১৪ বলে নিজের ১৫০ রান পূরণ করেন রিজওয়ান।
এদিন ইনিংস বড় করতে পারেননি সালমান। ৩৬ বলে ১৯ রান করে সাকিবের বলে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার। এরপর পিচে এসে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে থাকেন শাহিন শাহ আফ্রিদি। ২২ বলে ২৮ রানের ইনিংস খেলেন এই পাক পেসার।
শেষ পর্যন্ত ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। শাহিন ২৮* রানে এবং ১৭১ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান।
বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ দুটি উইকেট শিকার করেন। এ ছাড়াও সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকট।
মন্তব্য করুন: