[email protected] শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

‘দেশে তৈরি হবে প্রথম স্পোর্টস ইনস্টিটিউট’

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৪, ১৫:২৩

ছবি : সংগৃহীত

দেশে প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করার ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এ সময় আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশে ক্রীড়া ক্ষেত্রে আন্তর্জাতিক মান সম্পন্ন, দক্ষ ক্রীড়াবিদ তৈরি ও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের স্পোর্টস প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর কোলাবরেশনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও সুযোগ সুবিধা প্রদান করবে।’

তিনি আরও বলেন, ‘ইউকে, ইউএসএ, চীন ও ফ্রান্সের স্পোর্টসের মেলবন্ধনে যে ফলাফল ও সাফল্য তারা অর্জন করেছে তা দেশের মাটিতে নিশ্চিত করাই হবে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউটের অন্যতম লক্ষ্য।’

এ স্পোর্টস ইনস্টিডিউট পরিচালনার জন্য বিশেষজ্ঞদের যুক্ত করা হবে বলে জানান ক্রীড়া উপদেষ্টা, ‘যারা খেলাধুলায় আসেন বিকেএসপির মাধ্যমে। সেখানে ইন্টারমিডিয়েট সেটআপ আছে। কিন্তু পিক পারফরম্যান্সের বেলায় দুর্বলতা আছে। সেক্ষেত্রে স্পেফেসিক প্রতিষ্ঠান নাই। তার জন্য এটার জন্য স্পোর্টস ইন্সটিটিউট প্রকল্প নেওয়া হয়েছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর