প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৪, ১৩:০২
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করেন দলের নেতাকর্মীরা।
সব শেষে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার ছেলে আরাফাত রহমান কোকো এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
চট্টগ্রামের হাটহাজারী, চট্টগ্রাম মহানগর ও কর্ণফুলীতে দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল, নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
শুক্রবার বাদ জুমা হাটহাজারীর ওদুদিয়া জামে মসজিদে দোয়া মাহফিলে মীর হেলাল বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করেছিল ফ্যাসিস্ট হাসিনা। তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যার চেষ্টা করেছিল। আদালতকে ব্যবহার করে খুবই ন্যক্কারজনকভাবে খালেদা জিয়ার বাড়ি কেড়ে নিয়েছিল।
বরিশালে দোয়া মোনাজাত করেছে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি। শুক্রবার নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ে পৃথক এ কর্মসূচি হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্য সচিব আবুল কালাম শাহিন প্রমুখ।
মন্তব্য করুন: