infomorningtimes@gmail.com রবিবার, ২৫শে জানুয়ারী ২০২৬, ১২ই মাঘ ১৪৩২

হাছান মাহমুদ ও তার স্ত্রী-কন্যার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৪, ১৬:২৮

ছবি : সংগৃহীত

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা হাছান মাহমুদ, তার স্ত্রী ও মেয়ের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ।

এই নির্দেশ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। শেখ হাসিনা সরকার পতনের একদিন পর আটক হন হাছান মাহমুদ।

বিএফআইইউর নির্দেশ বলা হয়েছে, ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মোহাম্মদ হাছান মাহমুদ, তার স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়ী হিসাব জব্দ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এই নির্দেশনার ফলে ওই তিনজনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়ী ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর