প্রকাশিত:
২ আগষ্ট ২০২৪, ২১:০৯
বিকাল থেকেই নেট স্লো হওয়ার গুনজন উঠে । আবার অনেকেই বলেন ফেসবুক হোয়াট’স এফ স্লো গেছে পরে ফেসবুক-টেলিগ্রাম বন্ধ হওয়ার খবরই সত্যি হয়।
আবারও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এবার ব্রডব্যান্ডে চললেও শুধু মোবাইল নেটওয়ার্কে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, আজ দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে।
এর আগে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। পরবর্তীতে ৩১ জুলাই দুপুরের দিকে তা আবারও চালু করা হয়।
মন্তব্য করুন: