[email protected] রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

বিজিবির কড়া পাহারায় চলছে তেলবাহী ট্রেন

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৪, ১৫:১৭

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম রেল স্টেশন থেকে সারা দেশে তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেনগুলোর নিরাপত্তায় কড়া পাহারা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চট্টগ্রাম-৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টায় ২৪টি তেলবাহী বগিসহ একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া ১৬টি তেলবাহী বগিসহ আরো একটি ট্রেন সকাল সাড়ে ৬টায় রওনা হয় সিলেটের উদ্দেশ্যে।

পরবর্তীতে সকাল ১০টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন দোহাজারীর উদ্দেশ্যে এবং ১১টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন হাটহাজারীর উদ্দেশ্যে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যায়।

প্রতিটি ট্রেনে বিজিবি চট্টগ্রাম থেকে একটি করে প্লাটুন নিরাপত্তার দায়িত্ব পালন করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর