প্রকাশিত:
২৫ জুলাই ২০২৪, ১৯:৩০
চলমান পরিস্থিতি মোকাবেলায় সরকার রাজনৈতিক ভাবে ব্যর্থ নয়— এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। তিনি বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে বাধ্য, কারণ মানুষ শান্তি চায়। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, কোটা নিয়ে আন্দোলনের সুবাদে আদালত যে সিদ্ধান্ত দিয়েছেন, তা ছাত্রদের সফলতা। শিক্ষার্থীদের এই সাফল্য উদযাপন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, দেশকে অস্বাভাবিক করার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল একটি মহলের। বিষয়টি জনগণের কাছে প্রমাণিত হয়েছে। ফলে তাদের পক্ষে এটি চালিয়ে যাওয়া সম্ভব হবে না।
মন্তব্য করুন: