প্রকাশিত:
২৫ জুলাই ২০২৪, ১৫:৪২
কোটা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনকে ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতারোধে কারফিউ জারি করে সরকার। নির্বাহী আদেশে টানা তিন দিনের সাধারণ ছুটির পর বুধবার (২৪ জুলাই) সীমিত পরিসরে খুলেছে অফিস। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চলে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্ত্বশাসিত অফিস।
এদিন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল করা হয়। এদিকে বৃহস্পতিবার (২৫ জুলাই) গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নরসিংদী ও নারায়ণগঞ্জে ৭ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়। এছাড়া অন্যান্য জেলায় কারফিউ শিথিলের সময় ১২ ঘণ্টা ছাড়িয়ে যায়। জেলা প্রশাসকরা এসব আলাদা আলাদাভাবে নির্ধারণ করেন।
বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী তিন জেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এছাড়া অন্যান্য জেলায় কারফিউ শিথিলের সময় জেলা প্রশাসকরা নির্ধারণ করেছেন। পরিস্থিতি বিবেচনায় রাজধানীর পার্শ্ববর্তী রাজবাড়ীতে কারফিউ শিথিলের সময়সীমা ৩ ঘণ্টা বাড়ানো হয়েছে। সেখানে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত বহাল থাকবে কারফিউ।
রাজশাহীতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বাকি সময় কারফিউ বহাল থাকবে। যশোরে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি সময় কারফিউ বলবত থাকবে। বরিশালে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
খুলনায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর বাকি সময় জেলায় কারফিউ জারি থাকবে। হবিগঞ্জে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি ১৮ ঘণ্টা কারফিউ বহাল থাকবে। কুমিল্লায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি ১৬ ঘণ্টা কারফিউ জারি থাকবে।
সিলেটে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি ১৭ ঘণ্টা কারফিউ বহাল থাকবে। রংপুরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাকি ১৬ ঘণ্টা কারফিউ বলব থাকবে। বগুড়ায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্ধদিবস কারফিউ শিথিল করা হয়েছে। বাকি ১২ ঘণ্টা পুরো জেলায় কারফিউ জারি থাকবে।
মন্তব্য করুন: