[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

ঢাকার রাস্তায় তীব্র যানজট

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৪, ১৮:০৭

ছবি : সংগৃহীত

তিন দিনের সাধারণ ছুটির পর সব ধরনের অফিস-আদালত খুলেছে আজ বুধবার। আর এ কারণে ঘর থেকে বের হয়েছেন বিপুলসংখ্যক মানুষ। ফলে সড়কে তৈরি হয়েছে ব্যাপক যানজট। একই সঙ্গে রাস্তায় দেখা গেছে গণপরিবহনের সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়কে মানুষকে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে।

আজ সকাল ১০টার পর রাজধানীর কল্যাণপুর এলাকায় দেখা গেছে, অফিস খোলায় বের হয়েছেন সাধারণ মানুষ। তবে গাড়ির সংকটে অনেকেই হেঁটেই রওনা হয়েছেন গন্তব্যে। এ ছাড়া মহাখালী ফ্লাইওভার থেকে কাকলী পর্যন্ত সড়কে দেখা গেছে গাড়ির জট।

পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কে পর্যাপ্ত গাড়ি নেই। আবার কোথাও কোথাও সকাল ১০টার আগে সড়কে চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে জট আরও বাড়ে।

মহাখালী থেকে গুলশান-১ নম্বর হয়ে বাড্ডার সড়কেও দেখা গেছে যানজট। একই পরিস্থিতি রামপুরা থেকে নতুনবাজারের সড়কেও।

সায়েদাবাদে হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তায় রিকশা, অটোরিকশা, বাস সবকিছু আটকে থাকতে দেখা যায়। সেখানে বাসচালক ইকবাল জানান, যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ পর্যন্ত পুরোটাই যানজট দেখেছেন তিনি। এই রাস্তায় সব লোকাল বাস যাত্রীতে ঠাসা ছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর