[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

জাতীয় প্রেসক্লাবের সামনে ২ বাসে আগুন

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৪, ২৩:২০

ছবি : সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দিনভর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটছে। এর মধ্যে মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে ২টি যাত্রীবাহী বাস আগুন দেয়ার ঘটনা ঘটে। সেখানে সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষে এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছেন। রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। চট্টগ্রামে মারা গেছেন ৩ জন। এছাড়া রংপুরে পুলিশের ছড়াগুলিতে নিহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর