প্রকাশিত:
১২ জুলাই ২০২৪, ১৮:৫৭
কোথাও হাঁটুপানি, কোথাও কোমর পানিতে ভাসছে নগরবাসী। এমন পরিস্থিতিতে ছুটির দিনেও পানি সরাতে মাঠে নেমেছে ঢাকার দুই সিটির পরিচ্ছন্নতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন দুই সিটি।
শুক্রবার (১২ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে- ভারী বৃষ্টির পানি সরাতে কাজ করছে তাদের ৫ হাজার পরিচ্ছন্নতা কর্মী ও ১০টি কুইক রেসপন্স টিম। প্রতিটি কুইক রেসপন্স টিমে ১০ জন কর্মী রয়েছে। এরইমধ্যে প্রধান প্রধান সড়কগুলো থেকে পানি নিষ্কাশন করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
তবে কোথাও কোনো পানি জমে থাকলে ডিএনসিসির হটলাইন ১৬১০৬ এই নম্বরে ফোন করে জানালে কুইক রেসপন্স টিম ব্যবস্থা নিবে বলেও জানিয়েছে তারা।
অন্যদিকে, জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশলী বিভাগের ১০০টি টিম মাঠ পর্যায়ে কাজ করছে বলে দাবি সংস্থাটির। কমলাপুর টিটি পাড়া পাম্প স্টেশনে ৫ কিউমেক ক্ষমতাসম্পন্ন ২টি বড় পাম্প এবং ৫ কিউসেক ক্ষমতাসম্পন্ন ৩টি ছোট পাম্প সচল রয়েছে বলেও জানিয়েছেন তারা।
মন্তব্য করুন: