[email protected] শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগানে উত্তাল শাহবাগ

Abdur Rahman

প্রকাশিত:
১১ জুলাই ২০২৪, ২০:২৬

ছবি : সংগৃহীত

কোটা আন্দোলনকারীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘একাত্তরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, হাইকোর্ট না রাজপথ, রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ে এসে জড়ো হয়েছেন। সেখানে আগে থেকে শক্ত অবস্থানে ছিল পুলিশ। শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টালে যাওয়ার মোড়ে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে পুলিশকে ইঙ্গিত করে ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দেন।

 

এ সময় আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনকে পুলিশের সাঁজোয়া যানের ওপরে উঠে পড়তে দেখা যায়। পরে তারা আবার নেমে পড়েন।

 

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। মোড়ে অবস্থান নেওয়ার পর থেকে রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শাহবাগ থেকে এলিফ্যান্ট রোডগামী, বাংলা মোটরগামী, মৎস্য ভবনগামী ও টিএসসিগামী রাস্তায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

 

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। শাহবাগ মোড়ে পুলিশের একটি এপিসি কার ও জলকামান ছিল। বর্তমানে শাহবাগ মোড় শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে।

 

প্রসঙ্গত, সব শ্রেণির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার করে ৫ শতাংশ করে সংসদে আইন পাস করার এক দফা দাবিতে টানা অবরোধ কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত ৭ জুলাই থেকে ‘বাংলা ব্লকেড’ নামে কর্মসূচি শুরু হয়। প্রথম দুইদিন অর্ধদিবস অবরোধ চলার পর মঙ্গলবার একদিন বিরতি দিয়ে গতকাল বুধবার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর