প্রকাশিত:
১০ জুলাই ২০২৪, ১৯:২৮
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ ও চীনের মধ্যে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। বেইজিংয়ের গ্রেটহলে দু'দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। দু'দেশের সার্বিক উন্নয়নে সাতটি ঘোষণাপত্রও সই হয়। বাংলাদেশকে এক বিলিয়ন চীনা মুদ্রা সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
এদিকে, বেইজিং সফর শেষে আজ রাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। বেইজিংয়ের স্থানীয় সময় বুধবার (১০ জুলাই) সকাল এগারোটায় চীনের প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাঁকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন তিনি। গ্রেট হলে একান্ত বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী । দু'দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের মধ্যে।
পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।
দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২১ টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং ৭ টি ঘোষণাপত্রে সই করেন দুই দেশের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা, বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি, মেডিকেল সেবা সহযোগিতা শক্তিশালী করা, টেকসই অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং এবং ইন্সুরেন্স নিয়ন্ত্রণ ।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেন দুই দেশের প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন: