[email protected] সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্ববান ওবায়দুল কাদেরের

মর্নিং টাইমস

প্রকাশিত:
১০ জুলাই ২০২৪, ১৭:৩১

ছবি সংগৃহীত

শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা রেখে যৌক্তিক রায়ের মধ্য দিয়ে সমস্যার গ্রহণযোগ্য সমাধানের আশা ব্যক্ত করেন তিনি।

বুধবার (১০ জুলাই) ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার তো কোটামুক্ত পদ্ধতির সিদ্ধান্তই নিয়েছিলো। সরকার এখনো সেই অবস্থানেই রয়েছে। আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথেও যোগাযোগ রয়েছে উল্লেখ করে, অচিরেই সে সমস্যারও সমাধানের আশাবাদও ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রীর চীন সফর সম্পর্কে তিনি বলেন, সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে । বেইজিংয়ে রাত্রি যাপনের কথা থাকলেও, প্রধানমন্ত্রী তা না করে আজ রাতেই দেশে চলে আসবেন বলে জানান ওবায়দুল কাদের ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর