[email protected] শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

সরকারের উন্নয়ন জোড়া লাগানো উন্নয়ন: রিজভী

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৪, ১৫:২০

ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের উন্নয়ন জোড়া লাগানো উন্নয়ন। তাই এখন ধপাস করে পড়ে গিয়ে সব ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে।

বুধবার (১৯ জুন) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর প্রতিবাদে রুহুল কবির রিজভির নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী অভিযোগ করেন, গণবিরোধী সরকারের কারণে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। গ্রামগঞ্জে কখন বিদ্যুৎ আসে আর যায়, তার কোনো ঠিক ঠিকানা নেই। ১৫ মিনিট আধা ঘণ্টা জন্য বিদুৎ আসে, এরপর উধাও হয়ে যায়।

রিজভী অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী তার কাছের লোকদেরকে লুটপাটের সুযোগ করে দিয়েছেন। তারা হিন্দুদের জায়গা দখল করে নিচ্ছে, গরিব মানুষের জায়গা দখল করে নিয়েছে। সরকার বেনজীরকে দেশ থেকে যাওয়ার সুযোগ করে দিয়েছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একজন সরকারি কর্মকর্তার সন্তান স্ত্রীর নামে কিভাবে এত জমি, ফ্ল্যাট আসলো?

তথাকথিত উন্নয়নের নামে সরকার তার ঘনিষ্ঠ কাছের লোকদেরকে সুযোগ করে দিয়েছে লুটপাটের তিনি বলেন, ওয়াসার পচা পানির দাম ৭% বেড়েছে।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আজকের বিক্ষোভ মিছিলে যে আওয়াজ তুলেছেন। এটি ন্যায় সঙ্গত। এটি জনগণের দাবি। গণদাবি। হয়তো সরকার আমাদের মিছিলে গুলি করবে, লাঠিচার্জ, নেতাকর্মীদের ক্রস ফায়ার করবে। আমাদের থামলে চলবে না। রাজপথ নামতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর