প্রকাশিত:
১৯ জুন ২০২৪, ১৪:৩৯
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় এখন পর্যন্ত ৯২টি দুর্ঘটনায় ৯৫জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ফিরতি যাত্রায় দুর্ঘটনা বাড়ে। তবে এবছর এখন পর্যন্ত কম আছে। শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেটা বলা যায় না। এটা দুর্ভাগ্যজনক যে মোটরসাইকেল ও ইজিবাইক দুর্ঘটনা বেশি হচ্ছে।
বুধবার (১৯ জুন) সচিবালয়ে এক মতবিনিময় সভা শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বেপরোয়া ড্রাইভিং রোধে দ্রুত নীতিমালা করতে হবে। জানান, কিছু পরিবহণ রাস্তার শৃঙ্খলা নষ্ট করছে, তাই সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার বলে মনে করেন তিনি।
বলেন, জীবনকে ঝুঁকির মুখে ফেলা যায় না। জনপ্রতিনিধিদেরও ইজিবাইকে সায় ও সম্পৃক্ততা আছে। মোটর সাইকেল নিয়ে ঢাকায় যে নিয়ম করা হয়েছে সেটা অনেক কাজে আসছে। মন্ত্রণালয়ে অনেক কাজ করছে বলেও জানান ওবায়দুল কাদের। বড় বড় প্রজেক্টগুলোতে বিদেশি ফান্ডে হওয়াতে স্লো হয়েছে, সবার বাজেট সংকুচিত। নিরাপদ সড়ক প্রকল্প বিশ্বব্যাংকের অর্থায়নে হবে বলে জানান ওবায়দুল কাদের।
মন্তব্য করুন: